মানুষের পরিচয় তার মননে, বেড়ে ওঠার জন্য একটি গাছের যেমন আলো, হাওয়া ও পরিচর্যা প্রয়োজন তেমনি মানুষের ভেতর সুপ্ত মননশীলতার বিকাশের জন্যও দরকার চর্চা ও প্রচার প্রসারের । এই কথা মাথায় রেখে সৃজনশীল মননকে স্বাগতম জানিয়ে "লেখনী - Lekhony" নামে শুরু হল একটি অনলাইন ভিত্তিক সাহিত্য উদ্যোগ ।. এই উদ্যোগের সুচনা ফেসবুক থেকে হলেও তা এখন সম্প্রসারিত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে । সাহিত্যের চর্চা, প্রচার, প্রসার ও সব ধরনের সৃষ্টিশীল আলাপচারিতার খেত্র হিসেবে প্রথমে ফেসবুকে "লেখনী - Lekhony" নামে একটি সাহিত্য গ্রুপ ও পেজ খোলা হয়েছে । পেজ ও গ্রুপের ঠিকানা নীচে দেয়া হল ।
ফেসবুক সাহিত্য গ্রুপ "লেখনী - Lekhony"
ফেসবুক সাহিত্য পেজ "লেখনী - Lekhony"
আমাদের সাথে যোগ দিয়ে এই উদ্যোগকে সফল করে তুলতে সৃজনশীল মননকে জানাই সাদর আমন্ত্রণ ।
লেখনী
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ
ফেসবুক সাহিত্য গ্রুপ "লেখনী - Lekhony"
ফেসবুক সাহিত্য পেজ "লেখনী - Lekhony"
আমাদের সাথে যোগ দিয়ে এই উদ্যোগকে সফল করে তুলতে সৃজনশীল মননকে জানাই সাদর আমন্ত্রণ ।
লেখনী
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন