বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

আমার একাকী কষ্টেরা - নীরব দেবশর্মা


আমার কষ্টেরা আমার বুকেই আছে
সুখেই আছে
কোন সহানুভূতি পাবার আশায় তাদেরকে আজ


পাঠাচ্ছি না তোমার কাছে
কষ্টেরও অপমানিত হবার ভয় আছে।।

আমার অভিমানগুলো আমার দু’চোখেই থাক
ওদের আমি নিয়ম করে দু’বেলা নোনাজলে স্নান করাই
সাঁতার কাটতে দেই
মানুষের মত ওরাও নোনা নীলজলে স্নান করতে ভালবাসে।
তাই ভালবাসা পেতে ওদেরকে আজ তোমার কাছে পাঠাচ্ছি না
তুমি পিচগলা রাস্তায় ওদের অনায়াসে মাড়িয়ে যাবে।

আমার প্রেম আমার মস্তিষ্কেই থাক
সন্তানের মত আমি ওদের লালন করে চলি
তোমার প্রেমকে হারানোর উদ্দেশ্যে
ওদেরকে আর খোলা মাঠে পাঠাচ্ছি না
হেরোদের সাথে খেলতে আমার নিজেরই খারাপ লাগে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন