বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

সংসার কড়া নাড়ছে - ইসমাইল রফিক





-----------------------------------------------

উৎসর্গ: ছোট বোনকেও কি তবে...
-----------------------------------------------
1.
ঘরের দেয়ালে মেঝেয় উঠোনে যে-মুখের শুধু হাসা
আশার মিনারে আশা বুঝি আজ এভাবেই উচ্চাশা!

কোমল আঙুলে চিকচিক করে স্বর্ণের কাঁচা হার

সীমানার কাছে হাতছানি দেয় চন্দ্রকে সংসার?

অনাড়ি ও-মেয়ে, আকাশের কাছে আদরের ইঙ্গিত
আশার দরিয়া নড়ে ওঠে সুখে, হয়ে যায় ইস্ফিত

2.
অস্ফুট কলি _নিপুন চয়ন_ ধরণীর উচ্ছাস
এক লহমায় সান্ত কি হলো ও-মেয়েলি অভিলাস?
ঝনঝন ভাঙে স্বপ্ন-পাহাড় ঈশাণের কালো মেঘ
অভিমান জাগে সহোদর-বুকে, জমে যায় উদ্বেগ
পরিবার ছেড়ে হাতড়ায় নীড় সাঁঝের সারস ওই
বাগিচার মালি একা ছিলো, আজ একা হবে নিশ্চয়ই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন