বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

আমার প্রিয়ার ছলা কলা এক লপ্তে - অরুণ কারফা










আমার প্রিয়ার ছলা কলা, এক লপ্তে
যায় না বলা, এমনই তার বিস্তৃতি,
লিখতে গেলে পাতায় পাতায়, পরতে


পরতে, সেগুলো যেন প্রজ্বলিত বাতি।
জোনাকের মত যে আলো কখনো জ্বলে
কখনো নিভে সৃষ্টি করে পরিমণ্ডল,
ভাবগুলো যেখানে তার সমানে খেলে
নীল পরীর মত সুন্দর অবিকল।

নারীর এই গুণের শুনি বিবরণ
জনম জনম ধরে আমরা সবাই,
তবু তা পারি না করতে অনুকরণ
যা কিনা পারে অতি সহজে নারীরাই।
এ এক ধর্ম বিরল, যা করে বিহ্বল
ও দুর্বল, দুনিয়ার নরকে সকল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন