শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

ভাষা দিবসের সেরা পছন্দ

একুশে ফেব্রুয়ারি

- দেবাশিস লাহা

"
মামি ,তুমি লুক করো ! ইয়েলো ইয়েলো রোজে কেমন ব্লাক ব্লাক বি'জ বসেছে ! "

পাশের বাড়ির জানালা থেকে বাপানের গলা
ভেসে আসতেই আবার আত্মঘাতী হল ছড়ার কাঠবেড়ালিটা !

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

দলিল - কাজী মেহেদী হাসান










যদি স্পর্শ করো
প্রতিজ্ঞা করতে পারি, আমি সহমরণে যাবো
বোধের দেয়ালে যেটুকু জলছাপ

বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

তোমার চাওয়াগুলো আর আমি - নীরব দেবশর্মা














আমি হতে পারিনি স্বপ্ন সকাল কোলাজ দুপুর প্রেম বিকেল
হতে পারিনি তোমার খোঁপার গোলাপ পায়ের নূপুর জলপাই তেল।
আমি শুধু বেড়াল কান্না কাকের ডাক ছাগল ছানা

খেলাঘর - সাইদুর রহমান













কেন যে এ দুনিয়াটা এত স্বার্থপর
স্বার্থ হাসিল হলেই হয় যে উধাও;
মনে হয় জীবন যেন বালির ঘর

ভাষা দিবসের সেরা পছন্দ

বন্ধুদের সবাইকে জানাই ভাষা দিবস একুশে ফেব্রুয়ারীর অনাবিল শুভেচ্ছা । ভাষা দিবস একুশে ফেব্রুয়ারীকে ঘিরে শুরু হতে যাচ্ছে আমাদের বিশেষ কবিতা আয়োজন,এই উপলক্ষে বন্ধুদের কাছ থেকে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারীর উপর লেখা আহ্বান করছি । আমাদের ওয়েবসাইট থেকে ভাষা দিবসের সেরা পছন্দনামে একটি বিভাগ খোলা হবে । এই আয়োজনের নির্বাচিত সেরা লেখা ঐ বিভাগে প্রকাশ ছাড়াও নির্বাচিত বাকি সব লেখাগুলো আমাদের পেজে প্রকাশ করা হবে । আমাদের গ্রুপে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারীর উপর প্রকাশিত নতুন পুরনো সব কবিতা থেকে লেখা নির্বাচন করা হবে । সবাইকে এই আয়োজনে অংশ গ্রহনের আন্তরিক আমন্ত্রন জানাচ্ছি । ধন্যবাদ ও ভালোবাসা ।

 লেখনী 
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ    

ভালবাসা কি? -ঝরা পাতা










অনেকে বলে ভালবাসা হল কিছু মিথ্যে কথার বুলি,
দু’জনে বসে কল্পনার কাব্য লিখা।
প্রেম হল বিশাল উপন্যাস,

আমার প্রিয়ার ছলা কলা এক লপ্তে - অরুণ কারফা










আমার প্রিয়ার ছলা কলা, এক লপ্তে
যায় না বলা, এমনই তার বিস্তৃতি,
লিখতে গেলে পাতায় পাতায়, পরতে

আমার একাকী কষ্টেরা - নীরব দেবশর্মা


আমার কষ্টেরা আমার বুকেই আছে
সুখেই আছে
কোন সহানুভূতি পাবার আশায় তাদেরকে আজ

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

সাহিত্য বিতর্ক

মানুষে মানুষে মতভেদ খুব স্বাভাবিক একটি ব্যাপার আবার এমন অনেক বিষয় আছে যেগুলোতে স্বভাবতই সব মানুষ একমত পোষণ করেন না, সাহিত্যের অনেক বিষয় গাণিতিক সুত্রের মত নয় যে কেবলমাত্র একটি উত্তর বা মত সঠিক হবে, এখানে অনেক সময় দুটি বিপরীত ধারনের ভাবনার খেত্রেও যুক্তি থাকতে পারে আমরা গঠন মুলক বিতর্ককে স্বাগত জানাই, ব্যাক্তিগত আক্রমন বা কাদা ছুড়াছুড়ি নয়,বন্ধুত্বপূর্ণ বিতর্কের মাধ্যমে বিকাশ হয় মেধার,অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণ দক্ষতা, ভাব ও ভাবনার বিনিময় হয় ফলে সমৃদ্ধ হয় সবাই, এই শুভ ভাবনায় আগামী জুন ২০১৪ ইং থেকে লেখনীর উদ্যোগে শুরু হতে যাচ্ছে সাহিত্য বিতর্ক নামে একটি নতুন বিভাগ প্রতি সপ্তাহে পূর্ব ঘোষিত একটি বিষয়ের উপর এই বিতর্ক অনুষ্ঠিত হবে বিসয় ওয়েবসাইট থেকে আগেই জানিয়ে দেয়া হবে ইচ্ছে করলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ বা পেজে কোন বিষয়ের উপর বিতর্কের প্রস্তাব উত্থাপন করতে পারেন আমাদের পেজ লেখনী সবাইকে অগ্রিম আমন্ত্রন রইল এই বিতর্কে অংশ গ্রহনের জন্য ধন্যবাদ

 লেখনী 
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ 

পূর্ণাঙ্গ পুরুষ - চরমপন্থি কবি














একটি ডুব সাঁতারের ইতিহাস গড়ে আমার বিছানা,
চাদরটা সাহসের দিনলিপি,
সান্ধ্যগীতি যখন হয়ে যায় নীরব শরবিদ্ধ স্বর,

জল ঢালা গল্প -আকাশ মির্জা















বাঙালি মহাশয়েরা— বোধহয়
বাড়ি ফেরেন না
এমনিতেই বেড়ে যাচ্ছে— কোটি থেকে কোটি

হরিণীর তনু - বর্ণীল মনীষা














নীরবের শেষ ছায়া নিবিড়েই থেকে যায়,
ধরিত্রীর বুক চিরে অমানিশা নেমে আসে চক্রাকারে।
লেলুপ চোখ গুলো জ্বল জ্বল করতে থাকে এখানে সেখানে-

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

"লেখনী - Lekhony" জানুয়ারী - মার্চ ২০১৪ সংকলনে লেখা বাছাই প্রসঙ্গে

আমাদের "লেখনী - Lekhony" ত্রৈমাসিক অনলাইন সংকলন জানুয়ারী - মার্চ ২০১৪ সংখ্যার জন্য লেখা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, একবারে একসাথে তিনমাসের লেখা বাছাই না করে আমরা নিয়মিত প্রকাশিত লেখা হতে সাপ্তাহিক ভিত্তিতে লেখা নির্বাচন করে যাবো তাই আগে থেকেই এই প্রক্রিয়া শুরু হল । ফেসবুক গ্রুপ ও পেজে জানুয়ারী থেকে মার্চ মাসের মধ্যে প্রাপ্ত ও প্রকাশিত লেখা থেকে সংকলনের জন্য লেখা নির্বাচন করা হবে, লেখা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কোন লেখার বিষয়ে সন্মানিত অ্যাডমিন প্যানেলের সদস্য ও সুপ্রিয় পাঠকদের মত গ্রহন শুরু হল, উল্লেখ্য যে কেউ মন্তব্যে অন্য কারো লেখার জন্য প্রকাশ করা বিষয়ক মতামত জানাতে পারবেন, নিজের লেখার জন্য নয় । "লেখনী - Lekhony" জানুয়ারী - মার্চ ২০১৪ ত্রৈমাসিক লেখনী সংকলনের প্রচ্ছদের খসড়া নির্বাচন করা হয়েছে, এই সংকলনের খসড়া প্রচ্ছদের নমুনা কপি এই পোস্টের সাথে সংযুক্ত করে দেয়া হল, এই সংকলন আমাদের ওয়েব সাইটে প্রকাশিত হবার পাশাপাশি সংগ্রহে রাখার জন্য ওয়েবসাইট, গ্রুপ এবং পেজ থেকে ই বুক আকারে পড়া ও ডাউনলোড করা যাবে । আন্তরিক ধন্যবাদ সবাইকে ।

 লেখনী 
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ   

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

প্রথম ও শেষ গন্তব্য - হাসান ইমতি













উত্তাপহীন ম্লান শরৎ বিকেল কাশফুল রঙা সাদা কামিজের
শুভ্র জমিন নীল আকাশের উদাসী নীলের ছটায় রাঙিয়ে
সহসা তুই এসে দাড়ালি আমার পৌরুষের দোরগোড়ায়,

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

জীবন ঘুড়ি - আকাশ মির্জা























আমার মৃত্যুর জন্যকাকে দায়ী করবো !

প্রিয়তমা
যার মুখচ্ছবির বুঁদবুঁদ

আমাকে নিও - চরমপন্থি কবি



















আমাকে নিও,
তোমার সকাল বিকাল চায়ের আড্ডায়,
চিনি, দুধের পাশাপাশি আমাকেও গুলিয়ে নিও,
আমি জেগে উঠব গরম কাপে ধোঁয়ায় ধোঁয়ায়,

সংসার কড়া নাড়ছে - ইসমাইল রফিক





-----------------------------------------------

উৎসর্গ: ছোট বোনকেও কি তবে...
-----------------------------------------------
1.
ঘরের দেয়ালে মেঝেয় উঠোনে যে-মুখের শুধু হাসা
আশার মিনারে আশা বুঝি আজ এভাবেই উচ্চাশা!

কোমল আঙুলে চিকচিক করে স্বর্ণের কাঁচা হার

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

তারুণ্য - মোঃ ফয়সাল মাহমুদ আব্দুল্লাহ

















আজ কবির ভাষায় ব্যগ্র স্বরে বলিব আমি বলিব
"এই মৃত্যু উপত্যকা আমার দেশ না ।"
আমি বলিব আমার ভাইয়ের কাছে ,
আমি বলিব আমার মায়ের কাছে ;

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

এবং আমি - ঝন্টু মণ্ডল






















অগভীর রাত
চোখে রাত-যায় নেশা
বিছানা পাকতে থাকে ঘোরে

"লেখনী - Lekhony" - একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ .

মানুষের পরিচয় তার মননে, বেড়ে ওঠার জন্য একটি গাছের যেমন আলো, হাওয়া ও পরিচর্যা প্রয়োজন তেমনি মানুষের ভেতর সুপ্ত মননশীলতার বিকাশের জন্যও দরকার চর্চা ও প্রচার প্রসারের । এই কথা মাথায় রেখে সৃজনশীল মননকে স্বাগতম জানিয়ে "লেখনী - Lekhony" নামে শুরু হল একটি অনলাইন ভিত্তিক সাহিত্য উদ্যোগ ।. এই উদ্যোগের সুচনা ফেসবুক থেকে হলেও তা এখন সম্প্রসারিত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে । সাহিত্যের চর্চা, প্রচার, প্রসার ও সব ধরনের সৃষ্টিশীল আলাপচারিতার খেত্র হিসেবে প্রথমে ফেসবুকে "লেখনী - Lekhony" নামে একটি সাহিত্য গ্রুপ ও পেজ খোলা হয়েছে । পেজ ও গ্রুপের ঠিকানা নীচে দেয়া হল ।


ফেসবুক সাহিত্য গ্রুপ "লেখনী - Lekhony"

ফেসবুক সাহিত্য পেজ "লেখনী - Lekhony" 

আমাদের সাথে যোগ দিয়ে এই উদ্যোগকে সফল করে তুলতে সৃজনশীল মননকে জানাই সাদর আমন্ত্রণ ।



লেখনী 
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ