মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

হরিণীর তনু - বর্ণীল মনীষা














নীরবের শেষ ছায়া নিবিড়েই থেকে যায়,
ধরিত্রীর বুক চিরে অমানিশা নেমে আসে চক্রাকারে।
লেলুপ চোখ গুলো জ্বল জ্বল করতে থাকে এখানে সেখানে-


চঞ্চলা হরিণীর মন ছুটে চলে অজানায়,
নতুনকে জানা, চেনা, বোঝা কিছুই হয় নি তার-
সুখের রঙ্গে ডুব দিয়ে খেলে বাড়ায় তৃণ ভূমির 'পরে।
অকস্মাৎ!
বাঁধা পড়ে ফাঁদে।
ক্ষত বিক্ষত হতে থাকে লোকচক্ষুর অন্তরালে,
প্রফুল্ল চিত্ত, স্বপ্ন বিহ্বল চোখ, সুখ উল্লাস!
একে একে দমে গেছে,
মরে গেছে
হায়েনার আস্তানায়।
ওরা স্ব-দল বলে থাবা দিয়েছিলো
এক ষোড়শী তনু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন