শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

এবং আমি - ঝন্টু মণ্ডল






















অগভীর রাত
চোখে রাত-যায় নেশা
বিছানা পাকতে থাকে ঘোরে

শরীরে মনে আবেশ
শুধু খেলা খেলা ভাব
আর ভাব ভাব খেলা

আমার প্রেম পায়
প্রেমের বদলে ঘুম
আমার ঘুম পায়
বড় ঘুম পায়
শুধু ঘুম পায়
অচেনা সুখে

ঘুম দিয়ে ঢেকে দিই
ভুলিয়ে দিই বিরক্তি যত
অবজ্ঞা অবহেলা আর বিরহে আঁকি
চোখের কোনের কালো পিচুটি
আর কতটা বাকি
দৃষ্টি ফিরতে

রোজ সকালে পেপার
আর র-চা
আমি চোখ মুছি
আমার প্রেম পায়
আমি বিস্কিট খুঁজি

তখনও কি
ভালোবাসা পায় না এতটুকু...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন