মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

সাহিত্য বিতর্ক

মানুষে মানুষে মতভেদ খুব স্বাভাবিক একটি ব্যাপার আবার এমন অনেক বিষয় আছে যেগুলোতে স্বভাবতই সব মানুষ একমত পোষণ করেন না, সাহিত্যের অনেক বিষয় গাণিতিক সুত্রের মত নয় যে কেবলমাত্র একটি উত্তর বা মত সঠিক হবে, এখানে অনেক সময় দুটি বিপরীত ধারনের ভাবনার খেত্রেও যুক্তি থাকতে পারে আমরা গঠন মুলক বিতর্ককে স্বাগত জানাই, ব্যাক্তিগত আক্রমন বা কাদা ছুড়াছুড়ি নয়,বন্ধুত্বপূর্ণ বিতর্কের মাধ্যমে বিকাশ হয় মেধার,অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণ দক্ষতা, ভাব ও ভাবনার বিনিময় হয় ফলে সমৃদ্ধ হয় সবাই, এই শুভ ভাবনায় আগামী জুন ২০১৪ ইং থেকে লেখনীর উদ্যোগে শুরু হতে যাচ্ছে সাহিত্য বিতর্ক নামে একটি নতুন বিভাগ প্রতি সপ্তাহে পূর্ব ঘোষিত একটি বিষয়ের উপর এই বিতর্ক অনুষ্ঠিত হবে বিসয় ওয়েবসাইট থেকে আগেই জানিয়ে দেয়া হবে ইচ্ছে করলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ বা পেজে কোন বিষয়ের উপর বিতর্কের প্রস্তাব উত্থাপন করতে পারেন আমাদের পেজ লেখনী সবাইকে অগ্রিম আমন্ত্রন রইল এই বিতর্কে অংশ গ্রহনের জন্য ধন্যবাদ

 লেখনী 
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন