রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫

চোরাস্রোত - অপূর্ব ঘোষ

দুঃখ নদীর এপার ওপার নেই'তো,
মনের মধ্যে বইছে তবু সেই'তো
ঢেউ এর পরে ঢেউ ভাঙছে
কূল-ভাঙছে হায়রে !
সুখ-শৈবাল দলে দলে
যায় ভেসে যায় পলে পলে
তবুও মন সেই ঢেউয়ে'
নিত্য-ভেসে যায়রে
কত কথার বকুল মালা
কত মনের গোপন জ্বালা
যায় ভেসে যায় চোরাস্রোতে তাইনা !
নদীর বুকে ঢেউ জাগে আর
জলের বুকে বেদনা কার
যায় ভেসে যায় দেখতে
আমরা-চাইনা
আমরা শুধু ঢেউ গুনে যাই
আমরা শুধু মনকে বোঝাই
হচ্ছে দেখ দুঃখ কেমন ঢেউয়ের
পাকে জব্দ

আমরা বিভোর নতুন হাওয়ায়,
নিত্য নতুন চাওয়া পাওয়ায়
কেউ শুনিনা হৃদয় ভাঙার
গহীন চাপা শব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন