মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

জল ঢালা গল্প -আকাশ মির্জা















বাঙালি মহাশয়েরা— বোধহয়
বাড়ি ফেরেন না
এমনিতেই বেড়ে যাচ্ছে— কোটি থেকে কোটি


জনসংখ্যা ! এনাদের বড্ড ঘৃণা
অক্ষরমালা দিয়ে সাজানো কালো দিকটা ।
পাছে ফোঁস করে কেউ বলে ফেলে
'আপনি মশাই, বউ-এর পাশে শোননা'— অথবা
বেরিয়ে পড়বে— "কক্ষ থেকে কক্ষান্তরের"
হিংস্র আভাস, জলপরীর ক্ষিপ্র পদচারণ
গরহাজির বিছানায় রাত গুলো অন্য কারো
জল ঢাল, জল ঢাল— এ গল্পে— জল ঢাল
নিভে যাক দিনমানের আলো
সেই ভাল— তাই ভাল
অন্তত— মুখ লুকোবার জন্য
ছুটে যেতে হবে না, আলোর বিপরীতে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন