অনেকে বলে ভালবাসা হল কিছু মিথ্যে কথার বুলি,
দু’জনে বসে কল্পনার কাব্য লিখা।
প্রেম হল বিশাল উপন্যাস,
বিবাহ যার পরিনতি।
বিয়ের আগে কিছু ছলনা।
আমি তাদের কথা শুনে হাসি,
ভালবাসা আছে বলে আজও ফুল ফুটে,
পাখি ডাকে, নদী কথা বলে-----
সারাদিন পরে, পাখি নীড়ে ফেরে।
ক্লান্ত মানুষ প্রেয়সীর কুলে মাথা রেখে,
ক্লান্তি ভুলে।
ভালবাসা আছে বলে---
আজও জোছনা রাতে হারিয়ে যাওয়া পথ খুজি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন