মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

পূর্ণাঙ্গ পুরুষ - চরমপন্থি কবি














একটি ডুব সাঁতারের ইতিহাস গড়ে আমার বিছানা,
চাদরটা সাহসের দিনলিপি,
সান্ধ্যগীতি যখন হয়ে যায় নীরব শরবিদ্ধ স্বর,


মরুভূমির প্রান্তরে অপেক্ষায় থাকি জলের,
জেগে উঠা কোলাহলে বসে বসে দেখি,
তারার বৃষ্টি, জোছনায় ভিজে যাওয়া স্তন।
আজ যেন হাতে পেয়েছি চাঁদের আসক্ত যৌবন,
আমি টের পাই আদরের যত উপাখ্যান,
একটি খোলা লম্বা জানালায় উপত্যকার দীর্ঘ অস্ত্রোপচার,
যুগ যুগ ধরে ব্যবচ্ছেদ করা স্মৃতিহীন শূন্যতায় ছটফট করে।

অতঃপর,
বিছানার কঙ্কাল থেকে নিঃসৃত সৌরভ,
পান করে আমায় আপাদমস্তক,
আমি খুলে দিয়েছি উষ্ণতার সপ্তাশ্চর্য,
বুনো ইচ্ছার আবেগ, হয়ে উঠি এক পূর্ণাঙ্গ পুরুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন