শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

বৃষ্টি বিভ্রান্তি - কবির হোসেন

আজও এখানে বৃষ্টি নামবে না
উড়ন্ত বলাকার ডানায় ভর করে উড়ে যাবে সব হাওয়া
এখানে সে একটুও থামবে না
তুমি অনিন্দ্য সুন্দর চাঁদ আকাশের অসীম শূন্যতা করেছ ভর
সাজিয়েছ আলোর সাম্রাজ্য পরিপাটি
চলন্ত মেঘের ফাঁক গলে গলে তোমার আলো ছুয়েছে আজ
আমার ঈষৎ-কালো স্যাঁতস্যাঁতে মাটি
বৃষ্টি কখন কাঁদবে কখন হাসবে আমার ব্যারোমিটারে প্রতিচ্ছবি তার
লুকোবার পথ নেই
জেনেছি বৃষ্টি নামবে না অকস্মাৎ, শুধু পৃথিবীর দেহ বিবর্ণ চাঁদরে
ঢেকে দেবে সহজেই
তোমার আলোকে বলো আবছা আধাঁরে অহেতুক না পেতে ভয়
বজ্র-আলোর চমকানো দেখে
অযুত বছর আমরা এসেছি জ্বরা ক্লান্তি ভ্রান্তি ভয়
দিগন্তের ওপারে ফেলে রেখে
বলেছিতো এখন বৃষ্টি এখানে নামবে না
হাওয়ার নৌকোয় পাল তুলে উড়ে যাবে
এখানে সে একটুও থামবে না
শুধু তোমার আলোটুকু জ্বেলে রেখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন