শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

কথাকলি - দেবাশিস লাহা


এসো কথাকলি , বিন্দাস কথা বলি ---
হৃদয় তো এখন চতুষ্কোণ ,
বিকোয় যেখানে সেখানে -
দোকানে , রেললাইনে ,
ইংরাজী অভিধানে যাকে সিমকার্ড বলে --
আর বাংলা ?
না মাতৃভাষায় একে সম্বোধনের রীতি
আয়ত্তাধীন হয়নি এখনও !
অফুরন্ত টক টাইম এখন--
ত্রিশ বা চল্লিশ টাকার প্রাণ বায়ু ভরে নিলে
আরো আয়ু বেড়ে যায় তার !
এসো আমরা দুজন খুব কাছাকাছি
দুটো সংখ্যা হয়ে যাই !
এসো কথাকলি --
বিন্দাস কথা বলি !
বলি পুচকা , বলি শপিং মল ,
বলি রেস্তোরা , উদ্দাম হলাহল --

বলি ট্রেন বলি ট্রাম ,
ট্যাক্সিতে বসে হঠাত ট্রাফিক জ্জ্যাম
বলি হেয়ার ক্রিম , চুল পরিপাটি
বলি ব্যারাকপুর , আসলে বিরাটি ;
অনেক তো কথা হলো-
এসো এবার হৃদয়ে হাত রাখি !
বলি নীরবতা, বলি নীরব হও
বলি চাঁদ , বলি পাখি
মেঘ দিয়ে ঢেকে রাখি ,
বলি ঝরণা, মধ্যরাত
স্নিগ্ধ কোনো সংলাপ
বলি নদী, চলাচল --
প্রবাহিত আঁখি জল
বলি খুকি কোথায় গেলি ?
কাঠবেড়ালি, কাঠবেড়ালি !
এসো ভালবাসা , তুমি শিশু হও
স্পর্শ নয়, পরশ দাও
শব্দ নয়, শ্বাস দাও
দেওয়াল নয়, আশ্রয় দাও
এসো কথাকলি
আজ নিজের সাথে কথা বলি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন