তোমার বিমর্ষ পৃথিবী
পুরো সৌরজগতটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে।
চন্দ্র, সূর্য, গ্রহ, তাঁরা
সবাই এখন নিকষ কালো মেঘের ছায়ায় ডুবে গেছে ।
তাই সূর্যকে বলেছি,
তার আলোকের ঝর্নাধারায় উষ্ণ করে দিক-
তোমার হৃদয়ের অজানা কষ্টের গোপন কুঠুরি ।
চাঁদকে বলেছি ,
তার রুপোলী আলোয় সিক্ত স্নিগ্ধ করে দিক তোমার সকল সত্তা ।
তাঁরাদের বলেছি,
বৃষ্টি হয়ে ঝরে পরুক, ধুয়ে দিক তোমার কষ্টের কালো দাগগুলোকে।
গ্রহেরা থাকুক প্রহরী হয়ে-
আর কোনদিন যেন কোন কষ্ট তোমায় স্পর্শ করতে না পারে।
এবার তোমার বিমর্ষ পৃথিবীর কালো মেঘেদের বলো
দূরে সরে যেতে-
তুমি আবার হয়ে ওঠো উদ্ভাসিত
জ্বলে ওঠো ঝলমলে ভেনাসের মত-
দৃঢ় কিন্তু প্রেমময়।
চন্দ্র, সূর্য, গ্রহ, তাঁরা
সবাই এখন নিকষ কালো মেঘের ছায়ায় ডুবে গেছে ।
তাই সূর্যকে বলেছি,
তার আলোকের ঝর্নাধারায় উষ্ণ করে দিক-
তোমার হৃদয়ের অজানা কষ্টের গোপন কুঠুরি ।
চাঁদকে বলেছি ,
তার রুপোলী আলোয় সিক্ত স্নিগ্ধ করে দিক তোমার সকল সত্তা ।
তাঁরাদের বলেছি,
বৃষ্টি হয়ে ঝরে পরুক, ধুয়ে দিক তোমার কষ্টের কালো দাগগুলোকে।
গ্রহেরা থাকুক প্রহরী হয়ে-
আর কোনদিন যেন কোন কষ্ট তোমায় স্পর্শ করতে না পারে।
এবার তোমার বিমর্ষ পৃথিবীর কালো মেঘেদের বলো
দূরে সরে যেতে-
তুমি আবার হয়ে ওঠো উদ্ভাসিত
জ্বলে ওঠো ঝলমলে ভেনাসের মত-
দৃঢ় কিন্তু প্রেমময়।
১৩ জুলাই ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন