একদিন ভালোবাসা শব্দটি না বুঝেই
পাপ করেছিলাম তোমাকে ভালোবেসে।
এখন একাকীত্বের সংস্পর্শে শত জনম
আমি অপেক্ষায় আছি ...
সাক্ষী আছে একটি রাত, একটি বসন্ত
হাজার নক্ষত্র......
এখন একাকীত্বের সংস্পর্শে শত জনম
আমি অপেক্ষায় আছি ...
সাক্ষী আছে একটি রাত, একটি বসন্ত
হাজার নক্ষত্র......
একটি মায়াবী আলোর রাত ছুঁয়ে যায় শরীর
অদ্ভুত অনুভূতি...
অস্থির নির্লজ্জ লজ্জা এসে গ্রাস করে আমায়
অন্তত একটি বার মারাত্মক কিছু ঘটুক
এই নিরীশ্বর জীবনে......
অন্তত একদিন, আমি একটি রাতের স্বপ্ন দেখবো
তোমার স্মৃতির ভেতর যে নদী...
একটি রাত ভালোভাসার বিষে ডুবে থাকবো
কামস্পৃহা জলতে থাকুক অনির্বাণ...
--------------------একদিন শুধু একদিন
আমি ডুবে যাবো
----------------তোমার স্মৃতির অতলে।
অদ্ভুত অনুভূতি...
অস্থির নির্লজ্জ লজ্জা এসে গ্রাস করে আমায়
অন্তত একটি বার মারাত্মক কিছু ঘটুক
এই নিরীশ্বর জীবনে......
অন্তত একদিন, আমি একটি রাতের স্বপ্ন দেখবো
তোমার স্মৃতির ভেতর যে নদী...
একটি রাত ভালোভাসার বিষে ডুবে থাকবো
কামস্পৃহা জলতে থাকুক অনির্বাণ...
--------------------একদিন শুধু একদিন
আমি ডুবে যাবো
----------------তোমার স্মৃতির অতলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন