শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

ওঠো, দাঁড়াও - প্রাচ্য দিবা


মেয়ে, মুছে ফেলো চোখ; ওঠো, দেখো
দুপুরের ঘনান্ধকার কেটে উঁকি দিচ্ছে
বিকেলের নির্মল সূর্য!
ভুলবে না জানি রাহুসময় যখন করেছে
ছেঁড়াভেরা তোমার সযত্ন রক্ষিত
সোনাদেহ রাবণ এখানে ফেরাউন
আধুনিক!
ওঠো, দেবী;
এখনো মানুষ অসহায়-
পুজে তোমায় আশ্রয় তুমি
প্রেরণা ভবিষ্যৎ;
স্বর্গের বাণী তুমিই বীণাপাণি-
দেহ নয়, দেহ নয় উপাস্য তায়!
ওঠো, মেয়ে;
হারায়নি কিছুই করো বিশ্বাস-
দেখো ফুল, পাখি, প্রজাপতি
সবাই আগেরই মতো প্রাণচঞ্চল
তোমারই পানে তাকায় পরম
নির্ভরতায়!
ওগো, বীরাঙ্গণা একুশের;
তুমি তোমরাই একাত্তরের
উত্তরাধিকারিণী-
যেহেতু রাক্ষসেরা আজো জন্মায়
স্বাধীন বাংলায়!
দেখো, তোমার ভাইয়ের আজো
পথে পথে বোনেরাও সাথে-
শহীদ পিতা ধর্ষিতা মাতা
আর কবিদের সব কবিতা
পৃথিবীর ফোটা না ফোটা
সব গোলাপ অপেক্ষায়
তোমার!
দাঁড়াও আবার,
দাঁড়াতে হবে তোমাকেই-
যেমন দাঁড়ায় বাঘিনী
শাবক রক্ষায়-
সুন্দরবন যদি ব্যাপৃত
সারা বাংলায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন