বুধবার, ১৮ জুন, ২০১৪

লেখনী সাহিত্য বিতর্ক

লেখনী সাহিত্য পরিবারের পক্ষ থেকে গঠনমূলক যুক্তি নির্ভর বিতর্ক ও মত বিনিনয়ের মাধ্যম হিসাবে শুরু হয়েছে লেখনী সাহিত্য বিতর্ক, মানবিক ভাব ও ভাবনার ক্ষেত্র অনেক বিস্তৃত, যার অনেক কিছুই কাগজ কলমে লেখা হয় না, লেখা সম্ভব হয়ে ওঠে না,

আর লিখলেই কি সব লেখা সাহিত্য পদবাচ্য হয় ?

কোন কোন বৈশিষ্ট্য বা বিষয়ের উপস্থিতি থাকলে কোন লেখাকে সাহিত্য পদবাচ্য বলা যায়, একটি পূর্ণ কবিতায়ই বা কি কি বিষয় থাকা আবশ্যক ? কোন লেখাকে কখন কবিতা বলা যায়, কখন বলা যায় না ?

এই বিষয়ে আমরা জানতে চাই আপনাদের মতামত । খোলা খুলি জানান আপনার নিজের ভাবনার কথা। এই বিষয়ে কারো কারো মতের মিল হতে পারে, আবার হতে পারে বিতর্কও । মত ও ভাবনার দ্বন্দ্ব ও বিনিময়ের মাধ্যমে সমৃদ্ধ হয়ে উঠি আমরা । তো বন্ধু শুরু হোক এখান থেকেই, শুরু হোক এখনই।



আন্তরিক ধন্যবাদ সবাইকে । 


লেখনী - একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন