ধূসর কল্পনা ফেড়ে বাস্তবের নীলাভ প্রচ্ছদে
একটু দাড়াও এসে প্রিয়তমা, কবিতার পাশে
-
ছন্দের আধারে , সদ্য আবিষ্কৃত উপমার হূদে
স্বর্ণালী নক্ষত্র হয়ে সুমহান কাব্যের আকাশে -
-
ছন্দের আধারে , সদ্য আবিষ্কৃত উপমার হূদে
স্বর্ণালী নক্ষত্র হয়ে সুমহান কাব্যের আকাশে -
সতেজ পুষ্পিত ঘ্রাণে নীল
গল্পের ফুলদানিতে
নিশিগন্ধার ঈষৎ
শুভ্রতা মাখা বর্ণচ্ছটায় -
চৈত্র- বৈকালিক রোদে ভাসমান ঝিলের
পানিতে মাছরাঙা প্রহরের অলিখিত গানের কথায়
দাড়াও, ধোঁয়াটে কালো কার্বনের তিক্ত
বাষ্পজলে
প্রতিস্থাপনীয় বিক্রিয়ার উদাহরণ ডিঙিয়ে -
সুরমার তীরে লেগে থাকা জেলে নৌকার
মাস্তুলে জলসার পদ্মফুলে মৃত কীটের কবর দিয়ে ;
গল্পের ফুলদানিতে
নিশিগন্ধার ঈষৎ
শুভ্রতা মাখা বর্ণচ্ছটায় -
চৈত্র- বৈকালিক রোদে ভাসমান ঝিলের
পানিতে মাছরাঙা প্রহরের অলিখিত গানের কথায়
দাড়াও, ধোঁয়াটে কালো কার্বনের তিক্ত
বাষ্পজলে
প্রতিস্থাপনীয় বিক্রিয়ার উদাহরণ ডিঙিয়ে -
সুরমার তীরে লেগে থাকা জেলে নৌকার
মাস্তুলে জলসার পদ্মফুলে মৃত কীটের কবর দিয়ে ;
ভাবনা আর কল্পনা জুড়ে শুধু তুমি ,জলকন্যা ,
অথচ বাস্তবে কত জলশূন্য অসহায় কান্না ....
অথচ বাস্তবে কত জলশূন্য অসহায় কান্না ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন