শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

ভুলে গেছ - ইন্দ্রানী ভট্টাচার্য



 বলেছিলে চিরকাল এমনিই ভালবাসবে...
ঝুমরী তিলাইয়ার জঙ্গলে, ক্যাকটাসের গায়ে;
নখের আঁচড়ে ফুটে উঠেছিল, প্রিয়তমার নাম.
অঙ্গীকার করেছিলে, আসবে তাকে নিয়ে কখনও...
এক রৌদ্রোজ্জ্ল সকালে অথবা
একটি মেঘলা, মন কেমন করা বৃষ্টি ভেজা দুপুরে.
সাক্ষী ছিল, ঝিরঝিরে ঝোরাটা, সাক্ষী ছিল
মাথা উঁচু করে দাঁড়ানো, ভোরের লালে মাখা, ছোট্ট পাহাড়টা.
কবে যেন ভুলে গেলে তুমি, তোমার সেই প্রতিশ্রুতি!
কখনও কি মনে পড়ে সেই ফেলে আসা দিনগুলো?
একটি কিশোরীর হাত ধরে তখন
ঝমঝমে বৃষ্টির মধ্যে ছুটে যেতে;
দুটি হৃদয় যখন বৃষ্টির আড়ালে, হৃদয়ের শব্দ শুনত-
দুটো হাতের মাঝে, পায়রা-নরম,
গরম শরীর টাকে রেখে, ভালোবাসায় উত্সুক,
উজ্জল চোখে চোখ মিলিয়ে বলেছিলে,
'গাম্ভীর্য তোমাকে একদম মানায় না.'
জানতে পারোনি, তার স্বপ্ন দেখা, হাসিতে উজ্জল দুটি নয়ন
হারিয়ে গেছে কোথায় কখন...নোনা জলের সাগরে.
দেখার সময় পাওনি, 'তোমার সঙ্গে বৃষ্টি দেখব' বলা
চল্লিশ ছুই ছুই, আজকেও কিশোরিটি
রাত জেগে একা একা বৃষ্টির শব্দ শোনে.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন