শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

ভালোবাসা আমাদের নয় - পলাতক হৃদয়


মুহুর্তগুলো তখন ওখানেই ছিল
তোমার মুঠোবন্দী সময়ে...
খুব ঊষ্ণ কিন্তু নীরব,
অনুভূতির স্পর্শ প্রবল জোয়ারে ভেসে ছিল হৃদয়..
অজানা পথের ভীরে
ছিল পথ চলা দুজনায়..
আমরা আমাদেরই মাঝে,
খুজেছিলাম অন্য সময়..
শুধু ভাষা ছিল শ্রুময়
বিদায় কি কভু এমনই হয়..
তীব্র ব্যাথা, অথবা যাতনাময়.?
শুনেছি,ভালোবাসলেই নাকি বেদনারা আসে কাছে
রাত আধার হলেই বিরহ কথা কয়..
অবেলার বিদায় কি আধার হলেই হয়
ঊদাসী সুর-অথবা গভীর ভাবনায়
নীরব দুরত্ত কামনার নয় তবু যেন সেটাই তীব্র হয়..
লোনা সপ্নে গড়া তোমার আধার অনন্ত হয়
অনাবিল আকাশ মাঝে
শুন্যতায়..
তখন বুঝেছি,
আমরা আমাদেরই ছিলাম
ভালোবাসারাই আমাদের নয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন