শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

বয়ঃসন্ধি - হাসান ইমতি


ব্যবহারিক জীববিজ্ঞান ক্লাসের সারিবদ্ধ কাঠের বেঞ্চিগুলো
বয়ঃসন্ধির নিষিদ্ধ উচ্চতার অলিখিত বেড়াজাল পেরনোর
অনেক আগেই নির্বিষ পৌরুষের প্রতি অগাধ তাচ্ছিল্যের
উস্কানি ছুড়ে দিয়ে পদাতিক সময়ের সাথে এক অসংগত
দৌড় প্রতিযোগিতার খেয়ালী নিয়মে ক্রমশ উন্নত হতে শুরু
করে দেয় তোমার কৈশোরের কামিজে ঢাকা সমতল বুক ...
চর দখলের মত কৈশোরের সব পরিপাটি হিসেব নিকেশ
আমুল বদলে দেয়া বিক্ষুব্ধ যৌবনের কালবৈশাখী হাওয়ার
ভাংচুর পিছুটানে হৃদয়বৃত্তির সহজাত পাঠ শেষে ভালোলাগা
কবিতাকেও ভর্তি হতে হয় শারীরিক রসায়নের পাঠাগারে ...
সহসা তোমার চোখের নাব্যতা বেড়ে গিয়ে আমাদের
বাল্যের খেলাঘর থেকে আমার নাম ভেসে গিয়ে স্বপ্নকে
ঘিরে রচিত চেনা বিশ্বাসের ভিত্তিভুমি সমুলে কেঁপে উঠে
এক অচেনা ভুমিকম্পে আদিগন্ত লন্ডভন্ড হয়ে যাই আমি ...
তবু প্রথম তোমাকে ছুঁয়ে দেয়া ভালোলাগা বিকেলের অস্থিসন্ধির
কাছে বুক উথাল পাথাল করা একটি জিজ্ঞাসা রয়ে যায় চেনা
সেই তুমি কি আসলেই এতোটা বদলে গেছো যতোটা বদলে
গেলে স্মৃতির নাভীমূল থেকে জন্মের গোপন ক্ষত মুছে ফেলা যায় ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন