আমি ও রাত্রি পরস্পর পরস্পরের মুখোমুখি
আমাদের যৌথ অস্তিত্বের নীরব সাক্ষী হয়ে
ছাদের কার্নিশে শুয়ে আছে আমাবস্যার চাঁদ,
আমার চোখে মদির চোখ রেখে মুচকি হাসছে
রাত্রির সাথে একরাতের গোপন ভালোবাসা
রাতের স্বল্পদৈর্ঘ্য আয়ু বিরতিহীন ছুটে চলেছে
একঘেয়ে ঘড়ির কাঁটার পুরনো বৃত্তাকার পথে
ছাদের কার্নিশে শুয়ে আছে আমাবস্যার চাঁদ,
আমার চোখে মদির চোখ রেখে মুচকি হাসছে
রাত্রির সাথে একরাতের গোপন ভালোবাসা
রাতের স্বল্পদৈর্ঘ্য আয়ু বিরতিহীন ছুটে চলেছে
একঘেয়ে ঘড়ির কাঁটার পুরনো বৃত্তাকার পথে
ঘড়ির কাঁটায় এখন রাতের প্রথম প্রহর ...
রাত্রি এখন কিশোরী মেয়ের মত উন্মুক্ত
রাত্রি এখন কিশোরী মেয়ের মত উন্মুক্ত
ঘড়ির কাঁটায় এখন রাত্রি দ্বিপ্রহর
রাত্রি এখন ভরা নদীর মত পূর্ণ যৌবনা ...
রাত্রি এখন ভরা নদীর মত পূর্ণ যৌবনা ...
ঘড়ির কাঁটা এখন রাত্রি তৃতীয় প্রহরের ঘরে ...
স্বপ্ন ভঙ্গের মত রাত পোহাবার এখনো অনেক দেরী ...
স্বপ্ন ভঙ্গের মত রাত পোহাবার এখনো অনেক দেরী ...
ঘড়ির কাঁটা এখন রাত্রির শেষ প্রহর গুনছে
বার্ধক্যের মত রাত্রি এখন অন্তিম পথের যাত্রী ...
বার্ধক্যের মত রাত্রি এখন অন্তিম পথের যাত্রী ...
ঘড়ির কাঁটায় রাত্রি শেষের সফেদ ঘোষণা
নিয়ে সগৌরবে ফিরে এলো সাত সকাল ...
রাত্রির সাথে কথা এখনো অনেক বাকি ...
রাত্রি কেবলই নাগালের বাইরে চলে যায় ...
কথাই কেবল বাকি থেকে যায় ...
নিয়ে সগৌরবে ফিরে এলো সাত সকাল ...
রাত্রির সাথে কথা এখনো অনেক বাকি ...
রাত্রি কেবলই নাগালের বাইরে চলে যায় ...
কথাই কেবল বাকি থেকে যায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন