আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রাথমিক Development পর্যায় শেষে লেখনীর নিজস্ব ওয়েসাইট www.lekhony.tk
এখন পরীক্ষামূলক সম্প্রচার শুরু করতে যাচ্ছে। এই শুভ মুহূর্তে সদস্য,
বন্ধু ও শুভ্যানুধায়ীদের আমাদের ওয়েবসাইট পরিদর্শন পূর্বক অনুভুতি ও মতামত
জানানোর আন্তরিক আহ্বান রইল । এখানে প্রসঙ্গত আরেকটি বিষয় উল্লেখ করছি, তা
হল .tk ডোমেইন নেবার কারন, আমি এর আগে .tk থেকে নিজস্ব ব্লগ সাইট “অকপট”
তৈরি করেছিলাম, আমার ঐ ওয়েবসাইটি .tk কতৃপক্ষের বিশেষ পছন্দের তালিকায় আসার
কারনে আমাকে ওদের পক্ষ থেকে .tk র Brand
Ambassador হবার প্রস্তাব দেয়া হয় । সেজন্য আমি ওদের থেকে বিভিন্ন বিষয়ে
বাড়তি কিছু সুবিধা পেয়ে থাকি । এর পরে .tk থেকে আমার নিজের কবিতার ওয়েবসাইট
“স্বরচিত” তৈরি হয় । আর একই ধারাবাহিকতায় এবার তৃতীয় ওয়েবসাইট হিসেবে
প্রকাশিত হল লেখনী । পরবর্তীতে এই ওয়েবসাইটটিতে আরও নতুন নতুন লেখা ও নতুন
কিছু ফিচার যোগ হবে। এই ফিচারগুলোর ভেতর উল্লেখ যোগ্য কয়েকটির কথা যা না
বললেই নয় তা হল লেখনীর নিজস্ব অনলাইন প্রকাশনা। ত্রৈমাসিক সংকলনের পাশাপাশি
আমরা লেখনীর মাধ্যমে বিভিন্ন লেখক ও কবিদের একক ও যৌথ অনলাইন বই প্রকাশ
করব যা লেখনী ওয়েবসাইট ও গ্রুপ থেকে ডাউনলোড করা যাবে। লেখনীর ব্যানারে এই
উদ্যোগের প্রথম প্রকাশনা হিসেবে থাকবে ই বুক আকারে আমার “নিশিকন্যা”
সিরিজটি। আমাদের লেখনীর মাধ্যমে তাদের নিজেদের একক বা যৌথ ই বই প্রকাশনার
ব্যাপারে আগ্রহী হলে লেখক ও কবি বন্ধুদের আমাদের সাথে যোগাযোগ করতে আহ্বান
জানানো হল। নিজস্ব প্রকাশনা ছাড়াও আরও একটি নতুন বিভাগ আসবে যার নাম হবে
“অনলাইন লাইব্রেরী” এখানে বিখ্যাত ও বরেণ্য লেখকদের পাশাপাশি নতুন লেখকদের
কিছু ই বইয়ের কালেকশন থাকবে যেখান থেকে যে কেউ চাইলে বই ডাউন লোড ও পড়তে
পারবে । ভবিষ্যতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত লেখাগুলো থেকে নির্বাচিত সেরা
লেখা নিয়ে আরও একটি বিভাগ চালু হবে “সপ্তাহের সেরা পছন্দ” নামে ।
পরীক্ষামূলক সম্প্রচার শেষে এছাড়াও পাঠক অনুরোধ ও প্রয়োজন বিবেচনা করে
আমাদের ওয়েব সাইটের আরও সংশোধন, সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন ও পরিবর্তন
হতে পারে । সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ।
লেখনী
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ
লেখনী
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন