আমি একটা হলেও পুঁতব চারা
চলার পথে পথিক যারা
ক্লান্ত হলে বসবে বৃক্ষ তলে,
উপভোগ করে তার সেই ছায়া
শীতল হলে তাদের কায়া
করবে আশীর্বাদ হাতদুখানা তুলে।
একটা হলেও জ্বালাব বাতি
টিম টিম করলেও সারারাতি
পড়বে যাতে সাধারণ মূর্খ গণ্ড,
কুসংস্কার মনের দূর করে যা
প্রসারিত করে তাদের চিন্তা
কৃষ্ণদৈত্যকে করবে খণ্ড খণ্ড।
একটা হলেও রচব গান
উন্মুক্ত করবে যা মনপ্রাণ
উদ্বুদ্ধ করে সমাজ সেবায় সকলকে
বিঘ্ন বাধা করে চুরমার
প্রগতির গতি করে দুর্বার
বিচ্ছিন্ন করবে আসল থেকে নকলকে।
চলার পথে পথিক যারা
ক্লান্ত হলে বসবে বৃক্ষ তলে,
উপভোগ করে তার সেই ছায়া
শীতল হলে তাদের কায়া
করবে আশীর্বাদ হাতদুখানা তুলে।
একটা হলেও জ্বালাব বাতি
টিম টিম করলেও সারারাতি
পড়বে যাতে সাধারণ মূর্খ গণ্ড,
কুসংস্কার মনের দূর করে যা
প্রসারিত করে তাদের চিন্তা
কৃষ্ণদৈত্যকে করবে খণ্ড খণ্ড।
একটা হলেও রচব গান
উন্মুক্ত করবে যা মনপ্রাণ
উদ্বুদ্ধ করে সমাজ সেবায় সকলকে
বিঘ্ন বাধা করে চুরমার
প্রগতির গতি করে দুর্বার
বিচ্ছিন্ন করবে আসল থেকে নকলকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন