শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪

স্বপ্ন - দেবাশিস সেন

 কে তুমি!
জীবন ভাঙ্গা বয়স কালে!
নিজেই জড়াও স্বপ্ন জালে
শুকনো গাছে শিশির ভেজা টাটকা টগর ফুল!
সুখের খাঁচায় দুঃখ পুষে
মায়ার দেশে ঘুরতে এসে
পুরান আবীর গায়ে মেখে স্বপ্ন ছুঁতে আকুল!
রাতের ঘরে আলো ধরে
মুখ দেখছ ভাবের ঘোরে,
পুরান জমা কথা নিয়ে খেলতে এত ব্যাকুল!
স্বপ্ন দেখ! স্বপ্ন দেখ!
স্বপ্ন দিয়ে জীবন মাখো,
স্বপ্ন দিয়ে ভাসিয়ে দাও ইচ্ছে নদীর কূল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন