আজ আমার বিচার— মোমের কাঠগড়ায়
ভাঙা দর্পণে
আমি জনতা— আমি ধর্মাবতার
আমি সাক্ষী— আমারই বিচার ।
নতজানু আমি
প্রতিবিম্ব, ধ্বনিত করল শ্লোগান— ফাঁসিতে ঝোলাও
লম্পটটারে— ফাঁসিতে ঝোলাও ।
ওগো ধর্মাবতার— তাই হোক তবে—এবার
আরম্ভ কর আমার
শুরু থেকে শেষ অবধির— বিচার
খিস্তি-খেঁউড় বাদ যাবে কি— মদ্যপ অবস্থা !
ধরা যাক বাদ গেল
তাহলে— এখন আমার বিচার কেন
এখন— এই মুহূর্তে
কাঠগড়ার মোম গলছে
প্রতিবিম্ব নড়ে উঠল— ধিরে ধিরে
চোখের সামনে হারিয়ে যেতে লাগলো
জনতা-ধর্মাবতার-সাক্ষী-বিচার...
কি হল— কি হল
ওগো ধর্মাবতার— কি হল !
ঝপ করে লোডশেডিং এর মত
অন্ধকার হয়ে গেল চারিধার...
সেই ভূতুড়ে ন্যাড়া গাছ— বড় বিদঘুটে
সূর্য ডুবলেই তুমি বলতে— বাড়ি চল— বাড়ি
আমার ভয় করছে
আথচ আজ ঘন রাত্রে তুমি নির্ভয়ে দাঁড়িয়ে
কি করছ— কি করছ এখানে !
ইশারায় চুপ করতে বলে— তুমি
কাছে ডাকলে— সেই পুরানো ভঙ্গিমায়
কোলে টেনে নিয়ে— বললে
ঘুমাও— এবার ঘুমাও...
চোখ বন্ধ করতেই
ঝলসানো বাতাস ছিঁড়ে নিতে লাগলো
গায়ের চামড়া— জ্বলতে লাগলো পেশী- হাড়
আমি বুঝতে পারছি
এটাই বিচার— এটাই বিচার
কিন্তু— তুমি
তুমি কোন অজুহাতে পুড়তে এলে
আমার পাপে ?
( সংক্ষিপ্ত )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন