শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪

দেবাশীষ দাশ - স্মৃতির পাতা

মেঘবালিকা তুমি এত বুঝ!
তুমি এত সহজেই বলে দিতে পারলে আমি নষ্ট প্রহরের বীজ রুপণ করছি।
তোমার বিষাদ চোখের দরদমাখা কথা শুনে
আমার যে এখন বড্ড হাসির পায়,
মেঘবালিকা আজো মনে পড়ে
বন্ধু কাছে দেয়া তোমার
বিশেষ ভঙ্গিতে লিখা প্রেম পত্র।
মেঘবালিকা আজো মনে পড়ে
শ্রাবন বৃষ্টি ধারায় ভিজে
শত অপমানের মাঝেও
তুমাকে কি দিয়েছেলাম!
মেঘবালিকা আজো মনে পড়ে
নষ্ট প্রহরের ফোনালাপের অষ্ট চুম্বনের অদৃশ্য শক্তির কথা।
তুমিনা বলেছিলে তোমার দিন ফুরোয় না
এই বলে কি যে মিথ্যার জন্মের কান্নাটাইনা কাঁদলে।
মেঘবালিকা তুমি এত বুঝ!
আমি নষ্ট প্রহরের বীজ রুপণ করছি।
স্মৃতি গুলো চুখের পাতায় ভাসলে
আমার যে বড্ড হাসি পায় হাসি পায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন