শনিবার, ৯ আগস্ট, ২০১৪

ঝরোকা - লেখনী ত্রৈমাসিক ই-ম্যাগ



একটি সম্পূর্ণ -ম্যাগ হিসাবে লেখনী ত্রৈমাসিক অনলাইন সংকলন এপ্রিল - জুন ২০১৪ইং সংখ্যা থেকে "ঝরোকা" নামে প্রকাশিত তে যাচ্ছে,  বর্তমানে "ঝরোকা" এপ্রিল-জুন ২০১৪ ইং সংখ্যার জন্য লেখা নির্বাচন প্রক্রিয়া চলছে, ঈদ উল ফিতর এবং ঈদের বিশেষ সংখ্যার প্রকাশনার জন্য "ঝরোকা" এপ্রিল - জুন ২০১৪ ইং সংখ্যার প্রকাশ বিলম্বিত হচ্ছে ফেসবুক গ্রুপ পেজে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রাপ্ত প্রকাশিত লেখা থেকে সংকলনের জন্য লেখা নির্বাচন করা হবে, লেখা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কোন লেখার বিষয়ে যে কেউ মন্তব্যে অন্য কারো লেখার জন্য প্রকাশ করা বিষয়ক মতামত জানাতে পারবেন বরাবরের মত এই সংকলন আমাদের ওয়েব সাইটে প্রকাশিত হবার পাশাপাশি সংগ্রহে রাখার জন্য ওয়েবসাইট, গ্রুপ এবং পেজ থেকে বুক আকারে পড়া ডাউনলোড করা যাবে "ঝরোকা" প্রকাশনা ট্যাগটি লেখনী ওয়েবসাইট www.lekhony.tk থেকে বর্তমানে এভাবে দেখা যাচ্ছে  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন