আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে লেখনী পরিবারের পক্ষ থেকে প্রকাশিত হল লেখনী ঈদ উল ফিতর সংখ্যা ২০১৪ ইং । আমাদের ওয়েবসাইট www.lekhony.tk এর স্কিন শটের চিত্র সহকারে নিচে লেখনী ঈদ উল ফিতর সংখ্যা ২০১৪ ইং সংকলনের লিংকটি লাল কালি দিয়ে চিহ্নিত করে দেখানো
হল । এই লিংকে ক্লিক করে সংকলনটি পড়া ও ডাউনলোড করা যাবে । যাদের লেখা এই
সংকলনে স্থান পেল তাদের জানাই আন্তরিক অভিবাদন । আগামীতে আমাদের নিজস্ব
প্রকাশনা থেকে আরও অনেক ই-বই বের হবে এবং আমাদের লাইব্রেরীও আরও অনেক
সমৃদ্ধ হবে, তাই সাথেই থাকুন, আপনি চাইলে এই বই গুলো সংগ্রহে রাখা বা অফ
লাইনে পড়ার জন্য ডাউনলোডও করতে পারবেন, সেজন্য প্রথমে ক্লিক করে বইয়ের
পাতাটি খোলার পর উক্ত পাতার উপরে তীর চিহ্নে ক্লিক করতে হবে । সবাইকে জানাই
আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন