মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

ঈদের বিশেষ সংখ্যা ২০১৪ ইং প্রকাশের প্রাক্কালে



যে কথাটা সবার মনে একটা ব্যাস্ত ঘাসফড়িঙের মতো লাফ দিয়ে এসেই আবার লাফ দিয়ে পালিয়ে যাচ্ছিল সেই কথাটা একটা সাদা কাক সবাইকে কা কা করে জানিয়ে দিল অমনি সবাই নড়ে চড়ে বসলো কথা শুরু হোল, একটা ঈদ সংকলন বের করা দরকার ব্যাস্ত হয়ে উঠলো এক ঝাক মৌমাছি আজ সেই ঈদ সংকলন পূর্ণতাও পেলো পৃথিবীর বিভিন্ন কর্মকাণ্ডে কম বেশী সবারই মন বিষাদ থাকে আমাদের স্বাভাবিক জীবন যাত্রায় যেই সুখটা খুব স্বাভাবিক ভাবেই আসে তা করতেও দ্বিধা হয় এমন সময়গুলোতে কারন কোথাও না কোথাও কোন এক দেশে মানুষ মানুষকে নৃশংস ভাবে হত্যা করছে সেই অস্বাভাবিকতা আমাদের স্বাভাবিক জীবনকে স্বাভাবিক হতে বাঁধা দেয়যখন ডাকা হোল সবাইকে ঈদ নিয়ে কিছু লিখতে, বেশির ভাগ লেখাতেই চলে এলো প্যালেস্টাইনের কথাকিছু লিখতে বসলে লেখক তার মনের গভীরে চলে যায়, লেখায় তার মনের ছায়া পড়ে স্পষ্ট এখানেও তার ব্যাতিক্রম হয় নি ঈদ মানে আনন্দ জেনেও ঘুরে ফিরে আমরা প্যালেস্টাইনের আনন্দহীন শিশুদের কথা ভেবেছি গাজা , সিরিয়া , লিবিয়া, ইরাক, ইউক্রেইন চলে আসে আমাদের লেখায় তবুও জীবন থেমে থাকে না থেমে থাকেনি মানুষ ঈদ করেছে , আনন্দ করেছে প্রেম ভালোবাসা, সুখ দুঃখ , সাফল্য হতাশা , হাসি আনন্দে ভরা এই পৃথিবীতে জীবন এগিয়ে চলুক প্রতিদিনের নতুন স্বপ্ন এবং প্রতিজ্ঞা নিয়েশান্তি আসুক সবার মনে লেখনী পরিবারের পক্ষ থেকে সেই কামনাই করছি সবার জন্যে

শিল্পী রহমান 

০১ লা আগস্ট, ২০১৪ ইং                                                                                   

ব্রিসবেন, অস্ট্রেলিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন