শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

মৃগয়া - মুয়াজ মুসাফির


ক্রস করে একটু এগিয়ে এসে পিছু ফিরে চাইতৎক্ষণাৎ চোখাচোখি
অ্যাঁই ছেলে,লাগবে?
কণ্ঠ শুনেই আমার সমস্ত নেশা অদৃশ্য হাতুড়ীর আঘাতে
কাঁচের মতো ভাঙতে থাকে
হৃদস্পন্দন অস্বাভাবিকগলাভর্তি জড়তাশিরা-উপশিরায় ভূকম্পন
আচমকা কেঁপে উঠে আট কুঠুরি নয় দরোজা
এই কি!
আঁটসাঁট জিন্স আর ফতুয়ার আলিঙ্গন,ইস্পাহানি হাওয়ায় বব-কাঁটা-চুল
উপযুক্ত মাংসের অপ্রমেয় দ্যুতি-
পদে পদে বৃষ্য নিতম্বের মাছরাঙ্গা ঢেউ
মনে হলো তাকে ভুলে ফুটপাতে চলে আসা ত্রিভঙ্গ তটিনী
অসুস্থ শহরল্যাম্পপোস্ট দুর্ভিক্ষের ফসল
এই আলো এই অন্ধকার রাত্রি,জাদুকরী ফুটপাতবহুক্ষণ পিছু পিছুআর কত?
দেখবোনা অখণ্ড কারিকা?অবিনীত আকর্ষণে হঠাৎ সামনে চলে আসা
এই কি!
অ্যাঁই ছেলে,অ্যাঁই ছেলে,লাগবে?লাগবে নাকি?অ্যাঁই ছেলে!অ্যাঁই!
সুন্দর ডেকে যাচ্ছে ক্রমাগত,সুন্দর লাগে না
আমার পায়ের নিচে উড়ে এসে জুড়ে বসে
এক জোড়া চাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন