সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

সীমানা বদল - দীপঙ্কর বেরা

অত্যাচারের কোন ঘর নেই
তারা বরাবরই শরণার্থী ,
পৃষ্ঠার বদল ঘটিয়ে আরো মজবুত পাহারা
দিনান্ত সেই বিকেল আনে আর
বিবেক বুঝে কড়মড়িয়ে খায়
আবার বিকেল হয়ে যায়
খবর আসে দয়ার পাত্র উপুড় করে
সকাল সকাল বেরিয়ে পড়ে শালীনতা ,
দু মুঠো তার ভাতের ছবি
তাতেও মুখের হিসেব নিকেশ
রাত বেড়ে যায় রাতের কথায়
সকাল হলেই সকাল হবে কি ?

বেঁচে আছে বাঁচিয়ে ওরা বলছে তত্ত্ব কথা
ঘুরে ফিরে ঘটছে কেবল রক্তকথা রক্তকথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন