তীব্র শীতে জবুথবু আমি,
জং ধরে গেছে আমার বুড়ো হাড়ে,
কেউ কি একটু আগুন দেবে?
ফুরিয়ে গেছে উষ্ণতা সেই কবেই ভাঁড়ার ঘরে।
একটুখানি ছোট্ট আগুন,
ওম ওম হয়ে ছড়িয়ে যাবে আমার দেহের ভাজে
আটকে রাখতে পারো না আমায়?
তোমার দেহের উষ্ণ কোনো খাঁজে?
খুব সকালে একটু আগুন
করে দিতে পারো তুমি?
একটুখানি খুনসুটি আর মানভাঙানো আগুন
দেবে কি রোজই ঘুম ভাঙিয়ে? জাগ্রত হবো আমি?
আরেকটু বেশি হলেও নাহয় সয়ে নেবো সেই কষ্ট,
রাগের আগুনে হয়ে যাবে কি সকাল সন্ধ্যা নষ্ট?
হয় যদি হোক, আমার তাতে তবু আপত্তি নেই
আমি তো আগুন চেয়েছিলাম শীত থেকে বাঁচতেই।
কিছুই যদি না থাকে, তবু
তোমার ঘৃণার তীব্র আগুন আমায় নাহয় দিলে।
বেঁচে রবো কিবা জ্বলে পুড়ে যাবো,
সে খবর নাই নিলে।
জং ধরে গেছে আমার বুড়ো হাড়ে,
কেউ কি একটু আগুন দেবে?
ফুরিয়ে গেছে উষ্ণতা সেই কবেই ভাঁড়ার ঘরে।
একটুখানি ছোট্ট আগুন,
ওম ওম হয়ে ছড়িয়ে যাবে আমার দেহের ভাজে
আটকে রাখতে পারো না আমায়?
তোমার দেহের উষ্ণ কোনো খাঁজে?
খুব সকালে একটু আগুন
করে দিতে পারো তুমি?
একটুখানি খুনসুটি আর মানভাঙানো আগুন
দেবে কি রোজই ঘুম ভাঙিয়ে? জাগ্রত হবো আমি?
আরেকটু বেশি হলেও নাহয় সয়ে নেবো সেই কষ্ট,
রাগের আগুনে হয়ে যাবে কি সকাল সন্ধ্যা নষ্ট?
হয় যদি হোক, আমার তাতে তবু আপত্তি নেই
আমি তো আগুন চেয়েছিলাম শীত থেকে বাঁচতেই।
কিছুই যদি না থাকে, তবু
তোমার ঘৃণার তীব্র আগুন আমায় নাহয় দিলে।
বেঁচে রবো কিবা জ্বলে পুড়ে যাবো,
সে খবর নাই নিলে।