শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

বায়োস্কোপের আরশি - অব্যয় অনিন্দ্য


মেঘের দাঁতে তৈতৈ হাঁস খুঁজছে অন্তুর চোখ
চোখের তারায় হীরামণ পাখি
পাখির ঠোঁটে রূপকথায় কাঁচরঙের ঘোড়া
ঘোড়াটা রূপকথা ফেলে ক্রিকেট মাঠে -
মাঠের কোনে বাবুলদার হাতে ন্যুড ছবির ভিউকার্ড
ভিউকার্ডের তরমজা ভাবতেই নিবুর প্রথম চিঠি
চিঠির উত্তর লিখল রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের বজরা কীর্ত্তনখোলাতীরে বিভা ঠাকুরাণীর হাটে -
সেখানে অন্তুকে বনলতার আঁচলে বাঁধা ট্রাম দেখাল জীবনানন্দ
বনলতাকে খুঁজতেই এলান পোর ঘরে ববমার্লোর গলা
মার্লোর হেয়ারস্টাইলে ঝুলে আছে লালন
লালনের চোখটাই আরশিনগর -
আরশিতে অন্তুর জীবনের বায়োস্কোপ ঘুরছে
.
বায়োস্কোপের শেষ দৃশ্য
নিবুর কোলে ছেলেকে চুমু দিচ্ছে অন্তুর অফিস ব্লেজার -
ব্লেজারের নিচে বৈরাগী মন সময়ের সাথে রেসলিং করছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন